china-indiaওয়াশিংটন: মুখে সহাবস্থানের কথা বললেও চিন সরকার ফের ভারত সীমান্তে আগ্রাসী ভূমিকা নিচ্ছে৷ অরুণাচল প্রদেশ ও আকসাই চিন সংলগ্ন সীমান্ত রেখা বরাবার চিনা গণফৌজ তাদের অবস্থান আরও মজুবত করছে৷ যা রীতিমত চিন্তার বিষয়৷ এরকমই বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর৷

ভারতের সঙ্গে সীমান্ত অঞ্চলের খুব কাছেই চিনা ফৌজ যেভাবে অবস্থান গভীরভাবে লক্ষ্য রাখা হয়েছে৷ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের পূর্ব এশিয়া সংক্রান্ত উপ সহ অধিকর্তা আব্রাহাম এম ডেনমার্ক৷ ভারত সীমান্তে চিনা ফৌজের বাড়বাড়ন্তের পিছনে বেজিং কী বার্তা দিতে চাইছে তা এখনো পরিষ্কার নয়৷ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নয়াদিল্লিকে চাপে রাখার কৌশল হিসেবেই সীমান্তে চিনা সেনার এই তৎপরতা৷  চিন-পাকিস্তান সীমান্তেও একইভাবে  সামরিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে৷  ভারত-চিন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়ই সেনা অনুপ্রবেশের মদত দেয় বেজিং৷

বারে বারে এই অভিযোগের প্রমাণ দিয়েছে নয়াদিল্লি৷ প্রতিবারই সাময়িক পিছু হটে আবার নতুন করে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা ফৌজ৷ স্থল সীমান্তে আগ্রাসী ভূমিকা নেওয়ার পাশাপাশি জলসীমান্তেও লাগাতার আগ্রাসী আচরণ করছে শি জিনপিং সরকারের নৌ বাহিনী৷