Nargis-Fakhri‘রকস্টার’ ছবিতে অভিনয় করে আলোচিত হন পাকিস্তানি অভিনেত্রী নার্গিস ফাকরি। এরপর তেমন কোন ছবিতে সাড়া ফেলতে না পারলেও সাহসিকতার জন্য অনেকসময়েই খবরে এসেছেন এই নায়িকা। এবারও এলেন আরেক কান্ড করে। তবে এবারে তার সাহসিকতার গল্প কিছু আলাদা। স্নানের পর গায়ে শুধু তোয়ালে জড়িয়ে রাস্তায় হাঁটলেন নার্গিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন নার্গিস। সেখানে নার্গিসকে এই পোশাকে মুম্বাইয়ের রাস্তায় বেড়াতে দেখা গেছে। পরনে তার স্নানের পোশাক, পায়ে স্লিপার্স। ভিডিওটি প্রকাশ করে নার্গিস জানিয়েছেন, আসন্ন ‘ব্যাঞ্জো’ ছবির শুটিংয়ের ফাঁকে করা হয়েছে ভিডিওটি। রবি যাদব পরিচালিত একটি মিউজিক্যাল ড্রামা সিনেমা ‘ব্যাঞ্জো’। নার্গিস ছাড়াও ছবিতে অভিনয় করছেন রীতেশ দেশমুখ সহ অনেকে।