nasir-nagorrএসপিবি.এন নিউজ – অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাসাবাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা সাময়িক বহিষ্কৃত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বহিষ্কৃত তিন নেতা হলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ, চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আবুল হাশেম।

আল মামুন সরকার বলেন, সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, নাসিরনগর উপজেলায় সৃষ্ট পরিস্থিতিতে আজ সন্ধ্যায় সেখানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪-এর একটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে।