ISসন্ত্রাসের পরবর্তী প্রজন্ম গড়তে অন্তঃসত্ত্বা মহিলাদের বন্দি করছে আইএস৷ বর্তমানে প্রায় ৩১ হাজার মহিলা বন্দি রয়েছে আইএসের ডেরায়৷ লন্ডনের সন্ত্রাস-বিরোধী থিঙ্কট্যাঙ্ক কুইলিয়ামের রিপোর্ট অনুযায়ী, প্রথম থেকে শিশুদের মনে জিহাদের ভাবনা বুনে দিচ্ছে আইএস৷

আইএস জঙ্গিরা কীভাবে বাড়িতে ও স্কুলে গিয়ে জিহাদির মন্ত্র দিচ্ছে, সে বিষয়ে অনুসন্ধান চালানোর পরই এই রিপোর্টটি তৈরি করেছে কুইলিয়াম৷এই অনুসন্ধান রিপোর্টের নাম চিলড্রেন অফ ইসলামিক স্টেট৷ওই রিপোর্টে সায় দিয়েছে রাষ্ট্র সংঘও৷

রিপোর্টে বলা হয়েছে, বড়দের তুলনায় আইএসের কাছে অনেক বেশি গ্রহণীয় ও উপযুক্ত শিশুরা৷কারণ, শিশুদের সরল মনে জিহাদের প্রভাব ছড়ানো অনেক সহজ৷

তাঁই অন্তঃসত্ত্বা মহিলাদের বন্দি করা হয়েছে৷ তাদের সন্তানদের ছোট থেকে আইএসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ নৃশংসতার সঙ্গে শিশুদের সড়সড় করে তোলার জন্য তাদের মানুষের কাটামুণ্ডু দিয়ে ফুটবল খেলানোর মতো পদ্ধতির আশ্রয় নিয়েছে আইএস৷