maskএসপিবি.এন নিউজ – অনলাইন ডেস্ক: মুখোশ মানুষ ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড় পেয়েছে বেশ আগেই। আগামী ১৬ ডিসেম্বর এর মুক্তির দিন চূড়ান্ত হলো।

এমনটাই জানিয়েছেন মুখোশ মানুষ সিনেমাটির পরিচালক ইয়াসির জুয়েল। বর্তমান সময়ের সাইবার ক্রাইমের ওপর কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘সমাজের নানা অসংগতি থেকে তরুণসমাজকে সচেতন করার চেষ্টা আছে এখানে।’

নিজের চরিত্র নিয়ে নওশীন বলেন, ‘এখানে চরিত্রের প্রয়োজনে আমাকে এমন কিছু পোশাক পরতে হয়েছে, যা আমার জন্য সহজ ছিল না। ব্যক্তি নওশীন নয়, ছবির চরিত্র নীলকে দর্শকেরা গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থকতা পাবে।’

মুখোশ মানুষ ছবিতে নওশীন-হিল্লোল ছাড়া আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদ প্রমুখ।