ranbir-srkঅনেকেই জানেন, ‘তামাশা’ নির্মাতা ইমতিয়াজ আলির পরবর্তী ছবিতে থাকছেন শাহরুখ খান। নায়িকা চরিত্রে থাকতে পারেন আনুশকা শর্মা। শোনা যাচ্ছে, সেই ছবিতে দেখা যাবে রণবীর কাপুরকেও।

ছবিতে শাহরুখ খান থাকবেন প্রধান চরিত্রে। আর রণবীরের চরিত্রটি ক্যামিও। জানা গেছে, ছবিতে নায়িকার প্রেমিকের চরিত্রে এক অভিনেতার প্রয়োজন ছিল। সেই চরিত্রটিই নাকি রণবীর কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছে।

যদি রণবীর ছবিটি করতে রাজি হয়ে যান, তাহলে একই ছবিতে দেখা যাবে শাহরুখ আর রণবীরকে। যদিও রণবীরের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানা যায় নি।