shahrukh-khan-anuskaএসপিবি.এন নিউজ – বিনোদন ডেস্ক: বলিউড তারকা শাহরুখ খান বেশ ব্যস্ততায় কাটাচ্ছেন সময়। নতুন নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আগামী নভেম্বরেই আসতে যাচ্ছে শাহরুখ আলিয়া জুটির প্রথম ছবি ‘ডিয়ার জিন্দেগী’। তারপরই মুক্তি পাবে ‘রইস’।

এর মাঝেই ভক্তদের জানিয়েছিলেন আনুশকার সাথে জুটি বেঁধে নতুন আরো একটি ছবির খবর। পরিচালক ইমতিয়াজ আলির পরিচালনায় ছবিটির নাম নিয়ে ভক্তদের মনে চলছিলো জল্পনা কল্পনা।

তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেলো শাহরুখ ও আনুশকা অভিনীত ছবিটির নাম। সম্প্রতি ইমতিয়াজ আলি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে নতুন ছবির সেট থেকে নেয়া একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায় নেম প্লেটে ছবির নাম লেখা রয়েছে ‘দ্য রিং’। ছবিটিতে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খানও। আর এ থেকেই ধারনা করা হচ্ছে শাহরুখ-আনুশকার নতুন ছবির নাম হচ্ছে এটাই।

ছবিটির শুটিংয়ের জন্যে ইমতিয়াজ আলির পুরো টিম বর্তমানে রয়েছেন ফ্রান্সের প্রাগ শহরে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।