iraq-mইরাকে ৫০টিরও বেশি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিংসংঘ। যেসব অঞ্চলে গণকবরের সন্ধান পাওয়া গেছে, তা আগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন ছিল।

জাতিসংঘের বিশেষ দূত জ্যান কুবিস বলছেন, আইএসের কাছে থেকে সরকারী বাহিনীর পুনরুদ্ধার করা এলাকাগুলোতে থাকা ওইসব গণকবর আইএসের নৃশংসতারই প্রমাণ।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ইরাকের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত অর্ধশতাধিক গণকবরের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি ফুটবল মাঠেও গণকবরের সন্ধান মেলে। সম্প্রতি আইএসের কাছ থেকে ইরাকের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের পর গণকবরগুলোর সন্ধান মিললো।

২০১৪ সালের এপ্রিল মাসে দেশটির রামাদিতে যে গণকবরের সন্ধান পাওয়া যায় তাতে ৪০টির মতো মৃতদেহ ছিল।