mblএসপিবি.এন নিউজ – অনলাইন ডেস্ক: দেশের রপ্তানিমুখী টেক্সটাইল এবং চামড়া শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি সংযোজনের মাধ্যমে টেকসই উন্নয়ন তরান্বিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক চুক্তি সই করেছে মার্কেন্টাইল ব্যাংক।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে এ চুক্তি সই হয়।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ‘গ্রীন ট্রান্সফরশেন ফান্ড’ নামে একটি তহবিল গঠন করেছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ওই তহবিল থেকে সংশ্লিষ্ট সেক্টরে অর্থায়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. কামরুল ইসলাম চৌধুরী, ব্যাংকের এসইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান শামীম আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।