monkফুটন্ত তেলভর্তি পাত্রের উপর বসে রয়েছেন এক সন্ন্যাসী। পাত্রটিতে নীচে জ্বলছে আগুন। এবং সেই আগুন ঢিমেতালে নয়, জ্বলছে গনগন করেই। এতকিছুর পরেও নির্লিপ্ত ভাবে মনোযোগ সহকারে ধ্যান করে চলেছেন ওই বৌদ্ধ সন্ন্যাসী।

সম্প্রতি এইরকমই একটি ভিডিও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। যদিও ফুটন্ত তেলের উপর ধ্যানমগ্ন সন্ন্যাসীর নাম জানা যায়নি। অন্য আরেকজন সন্ন্যাসীকেও একইভাবে ধ্যান করতে দেখা গিয়েছে ওই ভিডিওটিতে।

যদিও বিষয়টিকে খুব হালকাভাবে নিচ্ছেন না যুক্তিবাদীরা। তাঁদের মতে, “তেল ঢালার আগে পাত্রে কিছু লতাপাতা এবং ওষুধ দেওয়া হয়েছে। যার জেরে ওই ফুটন্ত তেলের তাপ অনেকটা কমে গিয়েছে। তাছাড়া ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে না পাত্রটির তেল আদৌ ফুটন্ত কিনা।”

যুক্তিবাদীরা যতোই যুক্তি দেখাক কেউই ওই ভিডিওটির জালিয়াতি প্রমাণ করতে পারেনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবেই ছড়িয়ে পড়েছে ফুটন্ত তেলের উপর ধ্যন মগ্ন বৌদ্ধ সন্ন্যাসীর ভিডিও।