tistaবাংলাদেশ- ভারত মিলিয়ে যে কয়েকটি অভিন্য নদী আছে সে গুলোর মধ্যে তিস্তা অন্যতম নদী যার কারনে বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষ গুলো ১২ মাস কষ্ট করতে হয় , এই গত কয়েক মাস আগেও তিস্তা ব্যারেজের মানুষ গুলো পানির জন্য হা হা কার করতে ছিল , সে নিয়ে কত রাজনীতি যে আমরা দেখেছি , দেখেছি বাংলার মানুষের তথাকথিত দেশ প্রেম , কেউ যাচ্ছে লংমার্চ করতে কেউ বলছে এটা লোক দেখানো ।

যাই হোক সেটা রাজনীতি কিন্তু তিস্তা ব্যারেজের মানুষ গুলো যে কষ্ট পায় সেটা তো সত্য , ভারতের একক স্বেচ্ছাচারিতার জন্যই এবং বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতি এবং জন বিভক্তির কারনে এই মানুষ গুলোকে প্রতিদিন কষ্ট সহ্য করতে হয় , তাহলে এই মানুষ গুলো তিস্তা ব্যারেজে জন্মে দোষ করেছে ?/ আজকে টেলিভিশন খুলে দেখি তিস্তা নিয়ে রিপোর্ট দেখাচ্ছে , সেখানে শুধু পানি আর পানি , বিপদ সীমার ১ সেন্ট্রি নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে , কিন্ত কয়েক মাস আগেও সেটা ছিল মরুভূমি , ভারত আমাদের বন্ধু রাষ্ট্র (যা শত্রুর চেয়েও নিষ্ঠুর ) তারা বাংলাদেশকে নাকি অনেক সাহায্য করে থাকে , কিন্তু নিজ স্বার্থ বিসর্জন দিতে নারাজ , এই তিস্তা ব্যারেজে অবস্থান রত একমাত্র সুইজ গেট ভারতের ভূখণ্ডে অবস্থিত , তাই তারা যে কোন সময় এর অপব্যাবহার করে থাকে , এখন বর্ষা কাল তিস্তা এখন পানিতে পরিপূর্ণ তাই ভারতের অংশে পানি বেড়ে যাওয়ার আশঙ্কায় তারা গেট খুলে দিলো । আর বাংলাদেশের তিস্তা পাড়ের মানুষের ীবনে নেমে আসলো ভয়াবহ বন্যা ।